রাজার হাট (কুড়িগ্রাম) সংবাদদাতা: রাজার হাট উপজেলা জামায়াত অফিসে উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-০২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। আলোচনা শেষে শহীদদের রূহের মাগফিরাত, আহত ও পঙ্গুদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ শাহজালাল বসুনিয়া। আলোচনা সভা টি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট আহাম্মদ আলী।