লালপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর বাজারে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতের আমির ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন আলম।

সভায় বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জাতির অগ্রযাত্রার মূল ভিত্তি।

মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের-৩ আসন মহেশপুর কোটচাঁদপুরে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান ক্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি আলোচনা সভার আয়োজন করেন।

সম্প্রতি মহেশপুর জামায়াতের প্রধান কার্যালয়ে উপজেলার থানা আমির ফারুক আহম্মেদের সভাপত্বিতে ক্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা নায়েবে আমির আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। জেলা সহকারি সেক্রেটারি আব্দুল হাই,উপজেলা নায়েবে আমির ফকির আহম্মেদ।

শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সম্প্রতি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার কর্মপরিষদ ও শূরা সদস্য, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা হারুনুর রশিদ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান।

চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জোয়াগ ইউনিয়নের মুড়ারপাড় দক্ষিণ পাড়া জামে মসজিদের মাঠে জামায়াতে ইসলামী জোয়াগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে জোয়াগ ইউনিয়নের টিম সদস্য মো: মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৭ চান্দিনা আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, ঝলম ইউনিয়ন সেক্রেটারি মো. মোজাম্মেল হক।

সমাবেশ শেষে জোয়াগ বাজারে গণসংযোগ করেন নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন জোয়াগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি ডাক্তার জামাল খান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা ডাক্তার মোজাম্মেল হক, বায়তুল মাল সম্পাদক সরোয়ার হোসেন প্রমুখ।

মনোহরদী (নরসিংদী)

জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) এর মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী-২ (পলাশ) আসনের এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা মুহা. আমজাদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ মকবুল হোসাইন, বাইতুলমাল সম্পাদক অধ্যক্ষ আব্দুল লতিফ খান।

আরও বক্তব্য রাখেন মনোহরদী দক্ষিণ থানা আমীর মাওলানা মোঃ ছানাউল্লাহ, উত্তর থানা আমীর মাওলানা মোঃ ইকবাল হোসাইন বেলাবো থানা আমীর জহিরুল ইসলাম প্রমুখ।