স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, গাজীপুর জেলা শাখার আয়োজনে এক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য পরিবেশে শনিবার অনুষ্ঠিত হলো "শিক্ষক প্রতিনিধি সম্মেলন ২০২৫"। শিক্ষা, জাতীয় উন্নয়ন ও শিক্ষক সমাজের অধিকার আদায়ের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষক প্রতিনিধি অংশ নেন।
মহানগরের শিববাড়ি এলাকায় ট্রাস্ট অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন গাজীপুর জেলা সভাপতি, অধ্যাপক মোজাম্মেল হক। জেলা সেক্রেটারি, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, অধ্যাপক এ বি এম ফজলুল করিম। তিনি বলেন, "শিক্ষা খাতকে বাঁচাতে হলে প্রয়োজন ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করা। রাষ্ট্রের বিভিন্ন স্তরে এখনো শিক্ষকদের প্রতি অবিচার ও বৈষম্য বিদ্যমান। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অবসর ও কল্যাণ তহবিলের অর্থ দ্রুত প্রদানের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশের শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনে যেতে বাধ্য হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ড. জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষকদের মর্যাদা ও অধিকার সংরক্ষণে ফেডারেশনের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, "একটি জাতিকে গড়ার জন্য সবার আগে প্রয়োজন শিক্ষক সমাজকে মূল্যায়ন করা।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
কলেজ শিক্ষক পরিষদ, গাজীপুর জেলা সভাপতি, অধ্যাপক আবদুল বারী;
মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলা সভাপতি, মাওলানা মোঃ মোবারক হোসাইন, প্রাথমিক শিক্ষক পরিষদ জেলা সভাপতি, মোঃ আবুল হোসাইন;
বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ, শ্রীপুর উপজেলা সভাপতি, অধ্যক্ষ আবুল কাল আজাদ;
কাপাসিয়া উপজেলা সভাপতি, অধ্যক্ষ হারুনুর রশিদ মোল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও মানবসম্পদ গঠনে শিক্ষকদের অবদান অগ্রগণ্য হলেও তারা এখনও ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত। তাই সম্মিলিতভাবে সকল শিক্ষক সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে নীতিগত আন্দোলন গড়ে তুলতে হবে।
সম্মেলনের শেষাংশে একটি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে, যেখানে শিক্ষক প্রতিনিধিরা আবৃত্তি, সংগীত ও দেশাত্মবোধক কবিতার মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করেন।