মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার প্রেসক্লাব জুলাই বিপ্লবের আহত ও নিহতদের স্মরণে ৩৬ দিন ব্যাপি নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে এই উপলক্ষে পহেলা জুলাই আহত ও নিহতদের স্মরণে প্রেসক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরই সাথে ৩৬ দিন ব্যাপি স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক ও এই কর্মসূচির প্রধান সমন্বয়ক এস এম উমেদ আলী ও মু. ইমাদ উদ দীন এর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও স্থির চিত্র প্রদর্শনসহ ৩৬ দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক, মো: ফয়জুল করিম ময়ুন।

দোয়া মাহফিল

বাউফল (পটুয়াখালী) : বাউফলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় বাংলা বাজারস্থ বাউফল উপজেলা জামায়াত কার্যালয় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা সভাপতি মোঃ রেদওয়ান উল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল অঞ্চল সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান।

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে প্রথম শহীদ আবু সাইদসহ সকল বীর শহীদদের রুহের মাগফেরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কমনায় দোয়া করা হয়।

উদ্বোধন

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা প্রেসক্লাব মোড়ে দৃষ্টিনন্দন টাওয়ার লাইট স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে দশটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম এ কাজের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও চৌগাছা পৌরসভার প্রশাসক তাসমিন জাহান, উপজেলা প্রকৌশলী রিয়াসত ইমতিয়াজ, পৌরসভার প্রকৌশলী রুহুল আমিন প্রমুখ।

মাঠ দিবস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা : একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুনগত মানসম্পন্ন আখ উৎপাদনের লক্ষ্যে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার কেরু এন্ড কোম্পানীর আকন্দবাড়ীয়া পরীক্ষামূলক কৃষিখামারে অনুষ্ঠিত মাঠদিবসে সভাপতিত্ব করেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া।

উপ-ব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু এন্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এফসিএমএ।

হাইড্রোলিক হর্ন ব্যবহারে জরিমানা

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৪টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। সম্প্রতি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাসমিন জাহান। জানাযায়, পরিবেশ অধিদপ্তর যশোরের উদ্যোগে চৌগাছা শহরের কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় ৪টি পরিবহনে ক্ষতিকর হাইড্রোলিক হর্ণ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫(সংশোধন ২০১০) ১৫(২) ধারার শবদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা,২০০৬ এর ১৮ ধারায় মামলা দিয়ে ৪ হাজার ৫শ, টাকা জরিমানা আদায় করা হয়।

আলোচনা সভা

জয়পুরহাট সংবাদদাতা : ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়পুরহাট শহর শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি চায়নিজ রেস্টুরেন্টে সাংগঠনিক পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আইবিডাব্লিউএফ এর শহর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন আইবিডাব্লিউএফ এর বগুড়া অঞ্চলের সেক্রেটারি ও জয়পুরহাট জেলা সভাপতি হাসিবুল আলম লিটন।

নির্বাচন সম্পন্ন

চকরিয়া : চকরিয়া কাঁকড়া উৎপাদন ও সরবরাহকারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ ১৩৫৯) এর পঞ্চমবারের মতো ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পৌরসভার ভাঙ্গারমুখস্থ নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৪টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সমিতির সদস্যরা তাদের পছন্দের প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে। ভোট গণনা শেষে মো. সেলিম উদ্দিন সভাপতি, ছৈয়দ আলম সহ-সভাপতি, প্রভাত কুমার বড়–য়া সাধারণ সম্পাদক ও শিপন বড়–য়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়।

ভূমিসেবা

কালাই (জয়পুরহাট) : ভূমিসেবা তৃণমুল পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্বগেটে পাইলট প্রকল্পের আওতায় মনোয়ার কম্পিউটার এন্ড অনলাইন সার্ভিসে এ ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও কালাই উপজেলা সাবেক আমির নুরুজ্জামান সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে এক দিনে উদ্ধার ১০টি চোরাই মোটরসাইকেল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে সক্রিয় একটি চোরাই মোটরসাইকেল চক্রের সন্ধান পেয়ে চক্রটির সক্রিয় সদস্য বারিকুল ইসলাম (৩০) কে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে উদ্ধার হয়েছে আরও নয়টি চোরাই মোটরসাইকেল। গত ২৮ জুন ভোরে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বারিকুল শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। সদর মডেল থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাশ জানান, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে , মহারাজপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে বেচাকেনার সময় চোরাই মোটরসাইকেল সহ বারিকুলকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো-লাল রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল। বারিকুলের স্বীকারোক্তি অনুযায়ী শিবগঞ্জ উপজেলার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।