মৌলভীবাজার শহরে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম দায়ে জরিমানা করা হয়েছে। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত শহরের ভিন্ন এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে ৮৩ হাজার টাকা জরিমানা করা করে। মৌলভীবাজার সদর উপজেলা আর্মি ক্যাম্প থেকে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সার্জেন্ট খলিলুর রহমানের নেতৃত্বে একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানার তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শাহজালাল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড কন্সাল্টেশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১৫ হাজার টাকা, গ্রীন লাইফ ফার্মেসিকে ২০ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, হেলথ এইড হাসপাতালের জেরিন ড্রাগ হাউজ ফার্মেসিকে ৮ হাজার টাকা, লাইফ লাইন হাসপাতালের ফার্মেসি লাইফ লাইন মেডিসিন কর্নারকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, জনস্বাস্থ্যের সাথে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর এ ধরনের অবহেলা ও অনিয়ম মোটেও গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রকার অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।