ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় কামরুল ইবনে হাসান ও ইমাম হোসেন নামের ফটিকছড়ির দুই যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল ১৯ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের হাটহাজারী কেন্দ্রিয় ইদগাহ সংলগ্ন জমজম হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল ইবনে হাসান নামের ব্যাংক কর্মকর্তা ফটিকছড়ির মাইজভা-ার চাড়ালিয়াহাট এলকার বড় বাড়ির মোহাম্মদ হাসানের পুত্র এবং নিহত ইমাম হোসেন একই উপজেলার পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং ৭ নংওয়ার্ড মৌল্লার বাড়ির সিরাজুল ইসলামের পুত্র।
জানা যায়, শহরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দিলে কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইবনে হাসানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেনের মৃত্যু হয়। রাউজান হাইওয়ে থানার অফিসার এস আই মোহাম্মদ সফিকুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।