ঝিনাইদহ সদর উপজেলায় রবি মৌসুমকে সামনে রেখে ২৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো উফশী ও বোরো হাইব্রিড ধান এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব সার বীজ বিতরণ করা হয়। সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এসব সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূর এ নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা (সদর) জুনায়েদ হাবীব, সদর কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম।

মতবিনিময়

গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন তার কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন গাইবান্ধার আইন শৃঙ্খলা পরি¯ি’তি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

উক্ত মতবিনিময় সভায় উপ¯ি’ত ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুর সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের গাইবান্ধা জেলা প্রতিনিধ জোবায়ের আলীসহ গাইবান্ধা জেলার সাংবাদিকবৃন্দ।

বীজ ও সার বিতরণ

হাটহাজারী (চট্টগ্রাম) : হাটহাজারী উপজেলায় স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে হাটহাজারী উপজেলায় সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৫০ হেক্টর জমিতে। ভোজ্যতেলের ঘাটতি কমানো এবং উপজেলাজুড়ে তৈল উৎপাদন বৃদ্ধি করতে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

চক্ষু শিবির

রামপাল (বাগেরহাট) : রামপাল উপজেলার ফয়লাহাট আছিয়া কারমতিয়া আলিম মাদরাসা প্রাঙ্গণে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ

জুলাই স্বাধীনতা স্মরণে হিলফুল ফুজুল ও বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। রামপাল উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় ও হিলফুল ফুজুলের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মুনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব জামাযয়াতে ইসলামীর সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাত, ইসলামীক স্কলার ও খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান, ফয়লাহাট আলিম মাদরাসার প্রিন্সিপাল শরীফ মোহাম্মদ আব্দুল কাদিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চক্ষু শিবিরে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানসহ ছানি পড়া রোগীদের বাছাই করে বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়।

বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বড়লেখা (মৌলভীবাজার): জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা ডিসেম্বর সোমবার নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে পৌর শহরের শহীদ মিনার থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ট্রাফিক পুলিশ হাদিকুল ইসলাম, নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক মো. নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শাকিল আহমদ, সিনিয়র সদস্য আব্দুল হক ও জাহাঙ্গীর আলম।