যশোর সংবাদদাতা : যশোরে ভূমি মালিকদের অবহিত না করে জবরদস্তি ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপনের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা। সম্প্রতি বেলেঘাটা ভূমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ (পিজিবি) সঞ্চালন লাইন স্থাপন করছে। যশোর পাওয়ার হাউজের সাথে সংযোগের জন্য যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিলের ভেতর দিয়ে ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার বসানোর কাজ চলছে। তবে সংশ্লিষ্ট ভূমি মালিকদের অবহিত না করেই জোরপূর্বক এ কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্মারকলিপিতে আরও জানানো হয়, মেডিকেল কলেজ স্থাপনের পর আশপাশের এলাকায় বহু মানুষ সঞ্চিত অর্থ দিয়ে জমি ক্রয় করেছেন। বর্তমানে এসব জমির বাজার মূল্য প্রতি শতক ৮ থেকে ২০ লাখ টাকা। উচ্চ ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন নির্মিত হলে দুই পাশে থাকা শত শত মানুষের মূল্যবান জমির ব্যবহার ব্যাহত হবে এবং ওই জমির মূল্যও ব্যাপকভাবে কমে যাবে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ও বাজারমূল্যে জমি অধিগ্রহণ ছাড়া এ সঞ্চালন লাইন স্থাপনের কাজ বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করা হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, নাছির আহমেদ, জুয়েল মৃধা, তবিবর রহমান, শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়াসহ অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।