বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের সেনা সদস্যের স্ত্রী দুই সন্তানকে গলা কেটে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার সকালে মা ও তার দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল প্রায় ৯টার দিকে এ ভয়াবহ দৃশ্য চোখে পড়ে পরিবারের লোকজনের। উক্ত সেনা সদস্য ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত বলে জানা গেছে। পুলিশ এ ঘটনাকে পারিবারিক কলহের জের ধরে ঘটার আশঙ্কা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিশাকান্দি মন্ডল পাড়ার বাসিন্দা সেনা বাহিনীর সদস্য শাহাদাৎ হোসেন কাজল ও তার স্ত্রী সাদিয়া মোস্তারিম তাদের দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। নিহত নারীর বয়স প্রায় ৩০ বছর। দুই সন্তানের মাত্র ৭ মাসের ছেলে সাইফ ও ৭ বছরের মেয়ে রাইফা।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্বজনরা দরজায় ডাকাডাকি করেন। পরে দরজা খুলে তারা দেখেন মা রশিতে ঝুলছেন এবং বিছানায় দুই শিশুর গলাকাটা মৃতদেহ পড়ে আছে। বিষয়টি দেখেই তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি আত্মহত্যা নাকি হত্যাকা-, তা তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।