পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে বিএডিসি’র সার ও বীজ ডিলারগণের সহিত সার সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি পঞ্চগড় সদরে বিএডিসি হিমাগার (আলু বীজ) উপ-পরিচালকের দপ্তরের হলরুমে এ মতবিনিময় সভা অনুস্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএডিসি’র চেয়ারম্যান মো: রুহুল আমিন খান।
বিএডিসি (সার) যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএডিসি (সার ব্যবস্থাপনা) সদস্য পরিচলাক মো: ওসমান ভুইয়া, বিএডিসি (সার) প্রকল্প পরিচালক মুজিবুর রহমান,পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, পঞ্চগড় বিএডিসি হিমাগারের উপ-পরিচালক কৃষিবিদ মো: সামসুজ্জোহা প্রামানিকসহ প্রমুখ। মতবিনিময় সভায়, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, বীজ ডিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।