নীলফামারী সদর উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে রংপুর শহরের লালকুঠি এলাকার একটি ভাড়া বাসা থেকে রংপুর কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের একটি সূত্র জানায, গ্রেফতারকৃত শাহিদ মাহমুদ নীলফামারী সদর থানায় দায়েরকৃত ৫টি মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন। গত বছর ৫ আগস্টের পর থেকে সে আত্মগোপনে ছিলেন।
নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ জানান গতকাল বিকেলে নীলফামারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হয়। এসময় শাহিদ মাহমুদের আইনজীবি জামিনের আবেদন করলে আদালাতের বিচারক মোঃ মোশাররফ হোসেন জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।