এম এ আর মশিউর : যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ, যশোর এর উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী ও মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা, কিরাত,কবিতা আবৃত্তি, নাশিদ ও দেশাত্মবোধক গান। ছোট ছোট শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি ছোট মনিদের উপযোগী করে মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের তাৎপর্য এবং দেশপ্রেমের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. শারাফাত হোসাইন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ গঠনে এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয় দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করেই আমাদের আগামীর প্রজন্মকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু ফয়সাল। তিনি তার বক্তব্যে বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, সাংস্কৃতিক ও দেশপ্রেমিক চেতনায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। অভিভাবকদের ব্যাপক সাড়া ও আস্থাই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা।

এছাড়া অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজের নির্বাহী সচিব গাউসুল আজম, এডমিন মোস্তফা কামাল, পরিচালক রেজওয়ান হোসেন, মোস্তাক আহমেদ, আজিজুর রহমান মশিউর, মো.হাসানুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কয়েকশ অভিভাবক উপস্থিত ছিলেন।

অভিভাবকরা এমন সুন্দর ও ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ যশোর আবারও প্রমাণ করেছে—আধুনিক শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতেই তাদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে।