নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে রক্তাক্ত ৩৬ জুলাই উপলক্ষে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত গণমাধ্যম কর্মীদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৈশাখী টিভির সাংবাদিক লিয়াকত আলী খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন। বাদ মাগরিব জেলা প্রেস ক্লাবে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এখন টিভির জেলা সংবাদদাতা এস. এম নাসিম শুভ, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি আহসানুল আলম ভুঁইয়া, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহবুব আলম, এনটিভির জেলা সংবাদদাতা মাসুদ পারভেজ, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি মো. ইউসূফ, এস এ টিভির জেলা সংবাদদাতা আবদুর রহিম বাবু, জাগো নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মঞ্জু, দৈনিক সংগ্রামের নোয়াখালী সদর প্রতিনিধি মাওলানা আবু তাহের। এসময় সাংবাদিকরা জুলাই গণঅভ্যুত্থান ও গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের গুম, খুন, লুট, শোষণ, নিপিড়নের কথা উল্লেখ করেন। সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও সংবাদ প্রচারে বাঁধা দেয়া সহ বিভিন্ন মামলা-হামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখা হত বলে দুঃখ প্রকাশ করেন তারা। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত গণমাধ্যম কর্মীদের পরিবারের জন্য সরকারের তরফ থেকে যথাযথ পুনর্বাসনমূলক পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী শহর জামায়াতের আমীর মাওলানা মো. ইউসুফসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।