মেহেরপুর সংবাদদাতা : “দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে” প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। সম্প্রতি জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মুজিবনগর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাফিজুল আবিদ, গাংনী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী সহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারী উদ্যোক্তা ও খামারিগণ উপস্থিত ছিলেন।