দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা চেষ্টার অভিযোগে উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে আল আমিন মেম্বার (৩৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আল আমিন মেম্বার ষোলপাড়া গ্রামের সরওয়ার মুন্সির ছেলে।
সে বারপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৬ এপ্রিল সকাল ১১ টায় দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারপাড়া ইউনিয়ন পরিষদের এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে আল আমিন মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মডেল থানায় মামলা রয়েছে। সে ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিল।