তৌফিক রুবেল, দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে একটি বেসরকারি ঋণ সংস্থার কিস্তির চাপে মর্মান্তিক আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী ডলি আক্তার (৩২)। তিনি দুই সন্তানের মা।

সম্প্রতি উপজেলার পশ্চিম হাসানপুর গ্রামের নিজ বাসায় তার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে স্বামী মনির হোসেনকে সৌদি আরব পাঠানোর জন্য পরিবারটিকে বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ঋণ শোধ করতে না পারায় তারা আর্থিক সংকটে পড়েন।

পরিবারের স্বজনদের বর্ণনায়, সপ্তাহে ৮ থেকে ১০ হাজার টাকা কিস্তি পরিশোধের চাপ তৈরি হয়। ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা নিয়মিত তার বসতবাড়িতে গিয়ে চাপ প্রয়োগ করতে থাকেন। এ অবস্থায় দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ডলি আক্তার। শেষ পর্যন্ত ঋণের এই চাপ আর সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী ঘটনার স্বীকৃতি দিয়ে বলেন, “পরিবারের দাবি অনুযায়ী, ঋণের কিস্তি দিতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”