চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় মাছ রক্ষার নামে পুকুরের চারপাশের তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন আব্বাস আলী নামের এক ব্যক্তি। বিষয়টি না জানায় এতে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সদর উপজেলার ঝাঁঝরি গ্রামের মাঝের পাড়ার সাহেব আলীর ছেলে চান মিয়া (২৪) ঘটনাস্থলে মারা যান। সম্প্রতি এ ঘটনা ঘটে। এতে অসহায় হয়ে পড়া এই পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন অসহায় পরিবারটির খোঁজখবর নিতে বাড়িতে যান, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় গ্রামবাসী জেলা জামায়াতের আমীরের নিকট পুকুর মালিক আব্বাস আলীর বিরুদ্ধে অভিযোগ করে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। জেলা আমীর রুহুল আমিন গ্রামবাসীকে আশ^স্থ করে বলেন, আইনগত সকল প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা ও জেলা প্রশাসনকে অবগত করবেন। পরে মৃত ব্যক্তির একমাত্র শিশু সন্তানকে কোলে নিয়ে পরিবারের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের বায়তুলমাল স¤পাদক মোঃ কামাল উদ্দিন ছাড়াও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।