সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের উৎমাছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের লাশ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এ সীমান্তে ভারতের অংশে এই ঘটনা ঘটে। নিহত যুবক কোম্পানীগঞ্জ উপজেলার লামারগ্রাম কামাল বস্তির আলাউদ্দিন আলাইয়ের ছেলে জাকারিয়া (২৩)।
উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা, না অন্য কোনো রহস্যজনক কারণ তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর ছাফ পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। লাশটি একটি গাছের ডালে ফাঁসির দড়িতে ঝুলছিল দেখতে পেয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে, স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সিলেট কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, ‘সীমান্তের পিলারের ওপারে এক যুবকের লাশ গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে জেনে লাশ উদ্ধারের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সাথে যোগাযোগ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হলে পরবর্তীতে বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করতে পারবে। তবে বিকাল ৪টা এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ এখনও উদ্ধার হয়নি। ওসি জানান, যেহেতু সীমান্তের ওপারে তাই কিছু আইনি জটিলতার জন্য লাশ উদ্ধারে বিলম্ব হচ্ছে।