জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও আগামী নির্বাচনে সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াত কুরআন সুন্নাহের আলোকে আদর্শবান সুনাগরিক তৈরি ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে। দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহর। আমরা কেবল উসিলা মাত্র। ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে বিপদ-মুসিবত ছিল, আছে এবং থাকবে। কিন্তু ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। জামায়াতকে ধ্বংস করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জামায়াত নিশ্চিহ্নের চেষ্টা হয়েছে। কিন্তু জামায়াত একমাত্র আল্লাহর উপর ভরসা করেই দ্বীনের পথে অবিচল ছিল। তাই আল্লাহর সাহায্য এসেছে। ষড়যন্ত্রকারীরা পালিয়ে গেছে। এতে সকলের জন্য শিক্ষা রয়েছে। এই দেশে ভবিষ্যতে ইসলাম ও ইসলামী আন্দোলন নিয়ে ষড়যন্ত্রের পরিণতি ভালো হবে না। ষড়যন্ত্র করে জামায়াতের অগ্রযাত্রা দমিয়ে রাখার সাধ্য কারো নাই। এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে ধৈর্য্য ও সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
তিনি গত শনিবার সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শূরা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত ২ দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মাওলানা ইসলাম উদ্দিন ও সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
প্রধান অতিথি আরও বলেন, হাজারো ছাত্র-জনতার শাহাদাতের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাই দ্রুততম সময়ের মধে জুলাই-আগস্ট আন্দোলনের সকল হত্যাকা-ের বিচার নিশ্চিত করতে হবে। দেশে ফ্যাসিবাদ যাতে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য মৌলিক সংস্কারও দরকার। একই সাথে নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় নির্বাচনের আয়োজন করা যেতে পারে। বিচার ও সংস্কারের পর প্রধান উপদেষ্টা ঘোষিত নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। মনে রাখতে হবে দেশপ্রেমিক ছাত্র-জনতার ইস্পাত কঠিন ঐক্যের কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে। দেশপ্রেমিক দলগুলোর মধ্যে কাদাঁ ছুড়াছুড়ি হলে পতিত ফ্যাসিবাদীরা সুযোগ নিতে পারে। এ ব্যাপারে জাতিকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে। শিক্ষাশিবিরে মহানগরীর আওতাধিন সকল সাংগঠনিক থানা জামায়াতের মজলিসে শূরা সদস্যগণ অংশ নেন।