সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী, রংপুর, দিনাজপুর, ফেনীসহ সারা দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

রাজশাহী ব্যুরো: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আসরের নামাজের পর নগরীর টিকাপাড়া গোরস্থানে গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

রাবি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গায়েবানা জানাযার নামাজে ইমামতি করেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সালেহ হাসান নকীব, প্রো-ভিসি প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা অংশ নেন। এসময় ভিসি প্রফেসর সালেহ হাসান নকীব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। তিনি যে রাজনৈতিক শিষ্টতা দেখিয়ে গেছেন তা সবার জন্য অনুকরণীয়। অপর দিকে নগরীর টিকাপাড়া গোরস্থানে গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার গোদাগাড়ী, তানোর, পবা, পুঠিয়াসহ বিভিন্ন এলাকায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় পাথর খনিতে জিটিস’র উদ্যোগে দোয়া অনুষ্টিত। গত মঙ্গলবার সন্ধায় দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জি টি সি এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া- ট্রেষ্ট কনসোর্টিয়াম জিটিসি এর জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ সিদ্দিকীর নির্দেশনায় পাথর খনির প্রধান গেটে জিটিসি কর্তৃক নব-নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স এ কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থানীয় এতিমখানার হাফেজদের মাধ্যমে কোরআন তেলাওয়াত এবং বাদ মাগরিব মিলাদ মাহফিল ও এই দোয়ার আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে জিটিসির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দিদারুল ইসলাম ।

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপাড়া পাথর খনির ঠিকাদার প্রতিষ্ঠান জিটিসি-এর চেয়ারম্যান ডক্টর সিরাজুল ইসলাম কাজী এবং জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম ও জার্মানিয়া কর্পোরেশন লিমিটেড এর পরিবারবর্গ। উল্লেখ্য যে,খালেদা জিয়ার মৃত্যুতে জিটিসি’র জেনারেল ম্যানেজার মোঃ জাবেদ সিদ্দিকীর নির্দেশে গতকাল বুধবার পাথর খনিতে কর্মরত সকল বিদেশীগণ কর্মবিরতি পালন করেন এবং খনির সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রংপুর অফিস : রংপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ যোহর কালেক্টরেট ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাযার নামাজে ইমামতি করেন নজিরেরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হামিদুল ইসলাম।

পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে অংশ নেন। গায়েবানা জানাযা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও কোরআন খতমের আয়োজন করে দলটি। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর জেলা জুড়ে শোক ব্যানার টাঙ্গানো, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকে কোরআন তেলাওয়াত প্রচারের ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় বেগম খালেদা জিয়ার জানাযার পুর্ব পর্যন্ত নগরীর ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা।

ফেনী সংবাদদাতা : বেগম জিয়ার মাগফিরাত কামনায় ফেনী প্রেস ক্লাবে গতকাল বুধবার বিকেলে জেলা টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি সময় টিভির জেলা প্রতিনিধি আতিয়ার সজলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার ও বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহীম।এখন টিভির জেলা প্রতিনিধি ডালিম হাজারী সঞ্চালনায় ছিলেন। দোয়া পরিচালনা করেন এস টিভির প্রতিনিধি অধ্যাপক মাওলানা আহসান উল্লাহ।

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় গতকাল বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বাদ যোহর উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাযায় বিভিন্ন মসজিদ থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি, স্থানীয বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল। গায়েবানা জানাযা পূর্বে স্মৃতিচারণ মূলকবক্তব্য দেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক উপজেলা ওলামা দলের সভাপতি মুখলেছুর রহমান মুকুল, যুবদলের সাবেক সদস্য সচিব সাহাদত হোসেন ও জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডাঃ আব্দুল বারী, উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুন প্রমুখ।