বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা ছাড়া ইসলামের বিরুদ্ধে বৈশ্বিক যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তার মোকাবেলা সম্ভব নয়। সুন্দর দেশ গড়তে নিজেদের যোগ্যতার পরিধি বাড়াতে হবে।
গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার উদ্যোগে কর্মীদের প্রশিক্ষণমূলক শিক্ষা শিবিরে (টিএস) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মজবুত সংগঠন না হলে যেকোনো কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন। চট্টগ্রাম হচ্ছে ইসলামের প্রবেশধার। এখানে ইসলামের দাওয়াত আমাদেরকে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছাতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে মজবুত করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও বন্দর থানার আমির মাহমুদুল আলম।
থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসাইন সিরাজির সঞ্চালনায় শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির ফজলুল কাদের, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আবুল মনসুর প্রমুখ।