দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সর্বোচ্চ ভোট পেয়ে বিজয় অর্জন করায় কুমিল্লার দাউদকান্দি পৌরসভা জামায়াতে ইসলামী উদযাপন কর্মসূচি পালন করেছে।

সম্প্রতি দাউদকান্দি পৌরসভা যুব বিভাগের পক্ষ থেকে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় বাজারের বিভিন্ন দোকানপাট ঘুরে জামায়াতের নেতাকর্মীরা ব্যবসায়ীদের মুখে মিষ্টি তুলে দেন এবং বিজয়ী প্যানেলের প্রতি শুভেচ্ছা জানান।

দাউদকান্দি পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি রেজাউল হক সরকার বলেন, “ডাকসু নির্বাচনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীদের বিজয় আমাদের জাতীয় রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে। জনগণের আস্থা এবং ছাত্রসমাজের সমর্থন আমাদের জন্য গৌরবের বিষয়।”

মিষ্টি বিতরণ কর্মসূচিতে স্থানীয় জামায়াতের বাজার ওয়ার্ডের শীর্ষ নেতৃবৃন্দ, ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও ছাত্রদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে শিবিরের এই বিজয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাজারের ব্যবসায়ীরাও এই উদ্যোগকে স্বাগত জানান এবং বিজয়ী প্যানেলের জন্য শুভকামনা প্রকাশ করেন।