হরিপুর ভালভ স্টেশন ্যমডিফিকেশন ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এবং তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের কারণে নারায়ণগঞ্জের বিস্তীর্ণ এলাকায় বুধবার থেকে ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার তিতাস গ্যাস কতৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত এই কাজ চলবে। এ সময়ে ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট এবং ইজিসিবি ২দ্ধ১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রসহ সংশ্লিষ্ট সব স্থাপনায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও শীতলক্ষা নদীর পশ্চিম পাড়সহ সমগ্র নারায়ণগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল গ্রাহককে সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছে।