কিশোরগঞ্জ সংবাদদাতা : ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রেলির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা যুব ও ক্রীড়া বিভাগ। শুরুতে বক্তব্য রাখেন সদর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া। আর ও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। র ্যলীটি কিশোরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কিশোরগঞ্জ শহর ও সদর এলাকার নেতা কর্মীগণ অংশগ্রহণ করেন। এছাড়াও বাজিতপুর, মিটামন সহ বিভিন্ন উপজেলায় কর্মসূচি পালিত হয়।