বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে) এর উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল গতকাল বুধবার সিলেট প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। বক্তারা বলেন, বেগম জিয়া দেশের মাটি ও মানুষকে এতোটাই ভালোবাসেন যে স্বৈরাচারী আমলে অনেক নির্যাতনের পরও তিনি জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে ছিলেন। তিনি দেশের জন্য, জনগণের জন্য বিদেশে যাননি। বেগম জিয়া দেশের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো অন্যায়-অপকর্মের নজির নেই। ভালো কাজ করেছেন বলেই তাঁর জন্য সারা বিশ্বে দোয়া করা হচ্ছে। আজ তিনি সংকটাপন্ন অবস্থায়। গোটা বাংলাদেশ আজ একটা শোকের মতো অবস্থায়।

এসএমইউজের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় আলোচনায় আরও অংশ নেন-মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- এসএমইউজে’র সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিনিয়র সাংবাদিক আমজাদ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, বাসস’র ব্যুরো প্রধান সেলিম আউয়াল, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, এভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, মহানগর বিএনপির সহসভাপতি আমির হোসেন, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক, এম এ মতিন, কামকামুর রাজ্জাক রুনু, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ।