লক্ষ্মীপুর সংবাদদাতা: প্রতিবন্ধীতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির আওতায় শনাক্ত হওয়া নাগরিকদের হাতে সুবর্ণ নাগরিক কার্ড তুলে দেয়া হয়েছে লক্ষ্মীপুরে। রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কার্ড বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ইউএনও জামসেদ আলম রানা। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. তাসকিনা মেহজাবিন। অনুষ্ঠানে সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগীরাও অংশ নেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ হোসেন বলেন, সর্বশেষ জরিপে পাঁচ শতাধিক আবেদনকারী তালিকাভুক্ত ছিলেন। যাচাই-বাছাই শেষে ২০৮ জনকে প্রতিবন্ধী হিসেবে চূড়ান্তভাবে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে। তিনি জানান, ডিসেম্বর মাস থেকেই কার্ডধারীরা মাসিক ৯০০ টাকা ভাতা পাবেন। এই উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানস্থলে উপস্থিত সুফলভোগীরা সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা নিয়মিত ভাতা প্রদান ও প্রতিবন্ধীদের জন্য সহায়ক সেবার পরিসর আরও বাড়ানোর দাবি জানান। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নতুন আবেদনকারীদেরও ধাপে ধাপে যাচাই-বাছাই করে সহায়তার আওতায় আনা হবে।