আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে নিজ ভোগ দখলীয় জমিতে ভোগ দখলে বাধা মারধোর ও কুপিয়ে আহত করার ঘটনায় বিচার চেয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করেছেন উপজেলার পাতাকাটা গ্রামে মো. সুলতান মিয়ার স্ত্রী নিলুফা ইয়াস মিন।

মামলা সূত্রে জানা যায়, আমতলী থানার পাতাকাটা মৌজার এসএ ২৪২নং খতিয়ানের শুধু ১৩০৫নং দাগে মোট ১২ শতাংশ জমি বাদী নিলুফা ইয়াসমিনের ‘স্বামী সুলতান আহম্মেদ ওয়ারিশ প্রাপ্ত হইয়া জমিতে বিভিন্ন প্রকার গাছ-পালা লাগিয়ে ভোগ দখল করিয়া আসছে।

কিন্তু মামলার আসামী মো. সোনা মিয়া(৫৩) মো. ওবায়দুল (২৪) মোসাঃ রিনা বেগম (৫০) মোসাঃ রেসমা বেগম(৩২)মো.সোহেল গাজী (৩৫)পূর্ব-পরিকল্পিতভাবে আইন অমান্য করে ঘটনার তারিখ ২১ অক্টোবার মঙ্গলবার পাতাকাটা পুকুরপাড়ে মৌজার এসএ ২৪২নং খতিয়ানের ১৩০৫নং দাগে আমার স্বামীর জমিতে আসামীরা বে-আইনী জনতাবদ্ধে পরস্পর পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় মারাত্মক অস্ত্র নিয়ে আমাদের ভোগ দখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিয়া আমার স্বামীর লাগানো সুপারী গাছে জোড়পূর্বক সুপারী পারতে গেলে আমি বাধা দেই। তখন আসামীরা তাদের হাতে থাকা বাশের লাঠি দিয়ে- আমাকে খুনের উদ্দেশে মাথা লক্ষ্য করিয়া বারি দিলে আমি মাটিতে পরে যাই আসামীরা লাঠি দিয়ে আমাকে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মামলার ১নং আসামী সোনা মিয়ার হাতে থাকা ধারালে বাংলা দা দিয়ে নিলুফা ইয়াসমিনকে খুনের উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া কোপ দিলে নিলুফা ইয়াসমিন ডান হাত দিয়ে ফিরাইতে গেলে উক্ত কোপ তার ডান হাতে পড়িয়া রক্তাক্ত গুরুত্বর কাটা জখম হয় । তখন স্থানীয় লোকজন আহত নিলুয়া ইয়াসমিনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ২২ অক্টোবার নিলুফা ইয়াসমিন বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে মো. সোনা মিয়া (৫৩), মো. ওবায়দুল (২৪), মোসাঃ রিনা বেগম (৫০), মোসাঃ রেসমা বেগম (৩২), মো. সোহেল গাজী (৩৫)কে আসামী করে মামলা দায়ের করেন।

আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান মুঠোফোনে বলেন আদালতের নির্দেশে মামলা এজাহার ভুক্ত করা হয়েছে তদন্ত চলছে ১নং আসামীকে গ্রেফতার করে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।