মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরায় উন্নয়ন সংস্থা আনন্দ ও প্রেরোনার বাস্তবায়নে উপকূলীয় অঞ্চলে সম্প্রদায়-নেতৃত্বাধীন জলবায়ু সহনশীল এবং টেকসই জীবিকা কর্মসূচি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার (১৭ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচি প্রকল্প উদ্বোধন করা হয়।
আনন্দ নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, আনন্দ সংস্থার হেড অফ প্রোগ্রামস এ কে এম আনোয়ার হোসেন মোল্লা, ডব্লিউএইচএইচ সংস্থার এরিয়া ম্যানেজার অষ্টাভিয়ান সৈকত সরকার, প্রেরোনার এক্সক্লুসিভ ডিরেক্টর শম্পা গোস্বামী প্রমুখ।
কর্মসূচির সামগ্রিক উদ্দেশ্য ছিল দেবহাটা উপজেলার দুইটি ইউনিয়ন, সাতক্ষীরা সদর উপজেলা ১টি ইউনিয়ন এবং সাতক্ষীরা পৌরসভার ০৩ টি ওয়ার্ডে বস্তিতে অবস্থিত প্রান্তিক, দরিদ্র ঝুঁকিমুক্ত জনগোষ্ঠীর ৫০০০ পরিবার স্বাস্থ্য ও আর্থিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে।