গাজীপুরে নির্বাচনী মাঠ এখন সরগরম। ভোটারদের দুয়ারে পৌঁছাতে সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাউদ্দিন আইউবী কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নে টানা গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

শনিবার সকাল ৮টায় কাজলদিঘী বাজারে গণসংযোগের মাধ্যমে তার নির্বাচনী কার্যক্রম শুরু হয়। এরপর পশ্চিম ভিটিপাড়া উঠান বৈঠক, শেখ বাড়ী উঠান বৈঠক ও কুড়িয়াদী খেয়াঘাট ঐরাত এলাকায় উঠান বৈঠকে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। ভোটারদের নিকট থেকে এলাকার সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন ভাবনার কথা শোনেন তিনি।

চলমান কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় বড়কাকিয়া এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ১টা পর্যন্ত বড়বেড় নতুন বাজার জামে মসজিদ এলাকায় মুসল্লি ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত মনোনীত এই প্রার্থী। দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সিংহশ্রী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রস্তুতিমূলক বৈঠক চলমান রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দিনের পরবর্তী অংশে পোনাশারী এলাকায় মহিলা সমাবেশ, নামিলা বড়বাড়ী ও পূর্ব ভিটিপাড়ায় সামাজিক বৈঠক, বটতলা এলাকায় নির্বাচনী সমাবেশ, বটতলা বাজার থেকে সিংহশ্রী বাজার পর্যন্ত মিছিল এবং রাতের দিকে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ কর্মসূচি রয়েছে।

গণসংযোগকালে সালাউদ্দিন আইউবী বলেন, জনগণের সঙ্গে সরাসরি কথা বলাই তার রাজনীতির মূল শক্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সিংহশ্রী ইউনিয়নের মানুষ ন্যায়ভিত্তিক রাজনীতি ও সৎ নেতৃত্বের পক্ষে রায় দেবে। এ সময় তার সাথে গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সেফাউল হকসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন।