শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদাতা: ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদের বরদা পুরাতন ব্রিজের রেলিং ভেঙে একটি খাদ্যবোঝাই ট্রাক নদীতে পড়ে ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ৩ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে।

নিহত ড্রাইভারের নাম মোঃ সোহেল শেখ (২৬)। তিনি পাবনা জেলার সদর থানার গজনমতি গ্রামের বাসিন্দা এবং পিতামৃত কামাল শেখের ছেলে। তার দুইটি কন্যাসন্তান রয়েছে বড় মেয়ে ছোয়ানা (৩) ও ছোট মেয়ে তোহানা (১)। দুর্ঘটনায় নিহত হেলপার ছিলেন তার চাচাতো ভাই মোবারক শেখ, পিতা জাফর শেখ।

চাচাতো ভাই হৃদয় শেখ জানান, যশোর থেকে খাদ্যবোঝাই ট্রাকটি নিয়ে ড্রাইভার সোহেল শেখ পাবনার উদ্দেশ্যে রওনা হন। গভীর রাতে বরদা পুরাতন ব্রিজে পৌঁছালে সম্ভবত ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ড্রাইভার ও হেলপার দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর পাবনা-ট ১১০৮-৫৯। ট্রাকটির মালিক মোহাম্মদ মিজানুর রহমান, ঠিকানা গ্রাম হাজির হাট, সদর, পাবনা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

শৈলকুপা থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।