শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক। বুধবার সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি। একরামুল হক সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের আবদুর রহমানের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, বিকাল ৩টার দিকে পদ্মা নদীর নায্য পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একরামুল হক। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রাম-গঞ্জ-শহর
সোনামসজিদ আমদানি
রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হকের মৃত্যু
পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক।
Printed Edition