বাংলাদেশ সরকারের রেল সচিব ও সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিমুল ইসলাম বলেছেন, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। তিনি গতকাল পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগামের প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে ছয় শতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল আউয়াল মিয়ার সভাপতিত্বে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক আসমাউল হুসনা পপি ও অর্থনীতি বিভাগের প্রভাষক অঞ্জন কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লুৎফর রহমান, প্রধান অতিথির সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিশেষজ্ঞ এবং সরকারি এডওয়ার্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. তাহমিনা হোসেন।
প্রধান অতিথি ফাহিমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো একাদশ শ্রেণি। এ সময়ের সঠিক ব্যবহারই ভবিষ্যৎকে গড়ে তুলবে। তোমরা শুধু পরীক্ষার খাতায় ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ থেকো না, বরং নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করো। তোমাদের জ্ঞানই হবে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার হাতিয়ার।
বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মই দেশের চালিকাশক্তি। তোমাদের মধ্যে মেধা, মনন ও শক্তি রয়েছে। তবে এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হলে অবশ্যই সৎ, অধ্যবসায়ী এবং দেশপ্রেমিক হতে হবে। আগামী দিনে নেতৃত্ব দিতে হলে এখন থেকেই প্রস্তুত হতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, প্রেস ক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট সদস্য, বিএনসিসি সদস্য, অভিভাবকসহ নবীন শিক্ষার্থীবৃন্দ।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল আব্দুল আওয়াল মিয়া শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে, এমন স্বপ্ন দেখতে হবে যা তোমাকে তাড়িত করে এবং পড়াশোনায় উদ্যোগী হতে হবে। তিনি বলেন, সাধনায় সাফল্য, তোমাদের সাধনা করতে হবে।
অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবংকলেজের সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের শিল্পীরা শহীদদের স্মরণে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।