কুষ্টিয়ার কুমারখালীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৩টি পরিবারকে ৩৬ বান ঢেউটিনসহ নির্মাণ সামগ্রী বিতরণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান। ১২ নভেম্বর মঙ্গলবার কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের খাল বাজারে আগুনে পুড়ে যাওয়া নি:স্ব ১৩টি দোকানদারকে এই সহায়তা দেন তিনি।
সম্প্রতি বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডে ১৩টি দোকানের সকল মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। নি:স্ব হয়ে পড়ে ব্যবসায়ীরা। উক্ত ১৩ টি পরিবারের মাঝে সাড়ে তিন লক্ষ টাকার নির্মাণ সামগ্রী বিতরণ করেন এই সাজ দরদী। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া-৪ এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার খাঁন জানান, এমন পরিস্থিতিতে অসহায় পরিবারদের পাশে দাঁড়ানো সবারই কর্তব্য। দেশের বাইরে থাকার জন্য আসতে দেরি হয়েছে। তিনি বলেন, অসহায়ের পাশে দাঁড়ানো আমাদের প্রিয় নবীর স. শিক্ষা।
ঢেউটিন ও নির্মাণ সামগ্রী পেয়ে উচ্ছ্বাসিত হয়েছে নি:স্ব দোকানদাররা। উপজেলার বাগুলাট ইউনিয়নে গনসংযোগ এবং টিন ও নির্মাণ সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনে বাংলাদেশের কুষ্টিয়া জেলা সেক্রেটারী জি এম তৌহিদ আনোয়ার, বাগুলাট ইউনিয়ন সভাপতি হাফেজ হাসান মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা।