শেরপুর সংবাদদাতা : শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৭ জনকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এদের মধ্যে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাদি সুমনকে ৫ লক্ষ টাকা জরিমানা সহ ৩ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

৩ মার্চ সোমবার পৃথক পৃথক অভিযানে এসব জরিমানা ও কারাদ- দেওয়া হয়।

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার ভােগাই নদী থেকে একটি চক্র দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। সোমবার বিকেলে উপজেলার তারানি ও পানিহাতা এলাকায় অভিযান চালায় ভােগাই নদী থেকে বালু উত্তোলন পরিবহনের অপরাধে ১৫টি বালুবাহী ট্রাক আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১৫ জনকে ৫০ হাজার টাকা করে মােট ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দ-নীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।