নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর হাতিয়ায় মাছ ধরা জেলে ও ব্যবসায়ীদের কাছে দৈনিক চাঁদার দাবি করেছে একদল দুর্বৃত্ত। চাঁদা না দিলে জেলেদের মাছ বেচাকেনা ও ঘাট বন্ধ করার হুমকি দেয়ার অভিযোগও উঠেছে। এর প্রতিবাদে নিরাপদ ব্যবসা কেন্দ্রের দাবিতে মানববন্ধন করেছে জেলে ব্যবসায়ীবৃন্দ।

রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার কাজীর বাজার ঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে হাতিয়ার বিভিন্ন ঘাটে চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। গত কয়েক সপ্তাহ ধরে কাজীর বাজার ঘাটে জেলে ও ব্যবসায়ীদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে তারা। চাঁদা না দিলে নদীতে মাছ ধরা বন্ধ ও ঘাট বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়। এছাড়া প্রশাসনকে ভুল বুঝিয়ে ঘাটের সামনে জেলেদের সরঞ্জাম ও নৌকা ভেড়ানোর জায়গায় সংস্কার কাজ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে সেখানকার কয়েক হাজার জেলে। চাঁদাবাজদের আইনের আওতায় আনা সহ ঘাটে নিরাপদ ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান । মানববন্ধনে ঘাটের ব্যবসায়ী ওসমান গণি, মো: নাছির উদ্দিন, নাজিম এবং জেলে প্রিয়লাল, ডিসেম্বর জলদাস, মালতি বালা জলদাস সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।