মোংলা সংবাদদাতা

মোংলায় টানা দুই দিন ধরে চলা সুন্দরবনের পর্যটনবাহী জালিবোট, লঞ্চ, ট্রলার ও ডেনিস বোট মালিকদের ডাকা পর্যটক পরিবহন ধর্মঘট স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হলে নৌযান মালিকরা তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে ধর্মঘটকে কেন্দ্র করে মোংলার পর্যটক ঘাট এলাকায় নৌযান সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেন।

ছোট-বড় মিলিয়ে প্রায় চার শতাধিক পর্যটনবাহী নৌযান এ ধর্মঘটের আওতায় থাকায় সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকশূন্য পরিস্থিতির সৃষ্টি হয়। নৌযান চলাচল বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে মোংলার পিকনিক কর্ণারে আসা বহু পর্যটক ভ্রমণ করতে না পেরে হতাশ হয়ে ফিরে যান। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ধর্মঘট দীর্ঘায়িত হলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে পারত এবং পর্যটন সংশ্লিষ্ট প্রায় লক্ষাধিক মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ছিল।

নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানান, গত রোববার নৌপরিবহন অধিদপ্তরের (খুলনা) কর্মকর্তা-কর্মচারীরা মোংলার ফেরিঘাট এলাকায় পূর্ব নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করেন। এ সময় অন্তত অর্ধশতাধিক জালিবোটের ওপরের অংশের অবকাঠামো ভাঙচুর করা হয় এবং কিছু আসবাবপত্র কেটে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। এতে বোটগুলোর বাহ্যিক সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পর্যটকদের বসার স্বাচ্ছন্দ্যও ব্যাহত হয়েছে বলে দাবি শ্রমিক-কর্মচারীদের।