DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

শ্রীমঙ্গলে বিষ খাইয়ে ৯টি গরু হত্যার অভিযোগ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিষ খাইয়ে ৯ টি গরু হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী রমজান মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০ টায় জেলার শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম রামনগর এলাকার সুলেমান আহমদের খামারে এ ঘটনা ঘটে।

জেলা সংবাদদাতা
Printed Edition
Default Image - DS

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিষ খাইয়ে ৯ টি গরু হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী রমজান মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০ টায় জেলার শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম রামনগর এলাকার সুলেমান আহমদের খামারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে তরুণ উদ্যোক্তা সুলেমান ২০টি গরু দিয়ে একটি খামার শুরু করেন। গত ৪ মার্চ তার প্রতিবেশী রমজানের একটি ছাগল সুলেমানের জমির ধান খেয়ে ফেলে। এতে সুলেমান ছাগলটিকে ধরে খোয়াড়ে দেন। ফলে রমজান ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে সুলেমানের ওপর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। খামারের মালিক সুলেমান মিয়া বুধবার রাত ১০ টায় তার গরু গুলোকে খাবার খাইয়ে আসেন। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি খামারে গিয়ে দেখেন দুটি গরু মরা পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে পশু ডা. রাজুকে খবর দেন। ডাক্তার এসে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, গরুগুলোকে বিষ খাওয়ানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি দুটি মরা গরুকে মাটি পুঁতে দেন। পরে ডাক্তার অন্য গরুগুলোকে প্রতিষেধক দেন। তারপরও ৯ টি গরু মারা গেছে। শ্রীমঙ্গল উপজেলা ভেটেরিনারি হাসপাতালের ডা. সাবিনা ইয়াসমিন জানান, খবর পেয়ে আমরা সুলেমানের খামারে যাই, এ পর্যন্ত ৯টি গরু মারা গেছে। ময়নাতদন্তে সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষক্রিয়ার কারণে গরুগুলো মারা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে রমজান মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।