অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন অন্য দেশের তুলনায় ৫-৭ গুণ বেশি টাকা দিয়ে আমাদের দেশের মানুষ বিদেশে শ্রমিক হিসেবে যায়, এটা রাষ্ট্রের একটি ব্যর্থতা । এ জন্য দেশের জনগণকে জনসম্পদে পরিণত করতে হবে।
গতকাল রোববার দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক কৃতি শিক্ষার্থী হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের গত ৬০ বছরে শিক্ষাখাতে এক অভাবনীয় পরিবর্তন ঘটেছে। বিশেষ করে নারী শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। গ্রাম-গঞ্জের বিদ্যালয়গুলোতে এখন অর্ধেকের বেশি শিক্ষার্থীই নারী।