মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দায়রা ৫৭৪/১৬ ইং জি.আর.৬৬/২০১৬ ইং নং মামলায় ১ জন মহিলা আসামীর ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড ও ২০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাস কারাদন্ড প্রদান প্রদান করেছেন। গত বৃহস্পতিবার মৌলভীবাজার ১নং আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোঃ আব্দুল ওয়াহিদ, বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, মৌলভীবাজার এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন বাবু দীপক চন্দ্র ধর,। মামলার বাদী মাসুক মিয়া, পিতা ছত্তার মিয়া, ভিকটিম :মাসুম মিয়া (৭) বাদীর ছেলে, আামীর ভাতিজাকে বটি দা দিয়ে গলায় আঘাত করে হত্যা করে গ্রাম- কোরবানপুর, উপজেলা- কুলাউড়া, আসামী- সেলি বেগম, মামলায় মোট ১৪ জন সাক্ষীর জবানবন্দী ও জেরা অনুষ্ঠিত হয়, মামলায় সাক্ষ্য প্রমাণে হত্যার বিষয় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উক্ত সাজা প্রদান করা হয়।