মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিগত ফ্যাসিবাদী আমলে মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। সঠিক তথ্য তুলে ধরার কারণে সাংবাদিকরা হামলা মামলা ও হয়রানির শিকার হয়েছে। এর প্রতিবাদ করতেও কেউ সাহস পায়নি। তিনি বিশ^াস করেন রাজনীতিবিদদের চলার পথে ভুল ত্রুটি সাংবাদিকরা গঠনমূলক লেখনির মাধ্যমে তুলে ধরবে। এটাই স্বাভাবিক। আর সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য দরকার গতিশীল ও বলিষ্ট নেতৃত্ব। আমার বিশ^াস মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনার পেশাজীবী সাংবাদিকরা তাদের হারানো অধিকার ফিরে পাবে। আর ইউনিয়নটির দীর্ঘ দিনের স্থবিরতা কাটিয়ে উঠতে সক্ষম হবে। গত বুধবার রাতে খুলনা প্রেসক্লাবস্থ এমইউজে খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাতে এসে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন।
এমইউজে খুলনার নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও এমইউজে খুলনার নির্বাচন কমিশনের সদস্য এইচএম আলাউদ্দিন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও এমইউজে খুলনার নির্বাচন কমিশনের সদস্য মিজানুর রহমান মিলটন, এমইউজে খুলনার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। এ সময় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।