বারহাট্টা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোণার বারহাট্টায় ডাক্তারের স্বাক্ষর জাল করে জন্ম নিবন্ধনের চেষ্টা করে আটক হন এক ব্যক্তি। গত ২৬ নভেম্বর বুধবার বারহাট্টা উপজেলায় এই ঘটনা ঘটে।আটকের পর মুচলেকা দিয়ে মুক্তি পাওয়া শহীদুজ্জামান খানের বাড়ি উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামে।

মুচলেকা ও আসমা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, অভিযুক্ত শহীদুজ্জামান খান প্রায় সময়ই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে তদবির করে থাকেন।তারই ধারাবাহিকতায় গত বুধবার সকালে অভিযুক্তের ছেলে আরিফ খানের দুই মেয়ের জন্মনিবন্ধন জমা দেন ৪ নং আসমা ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুল হাসানের কাছে।যেখানে অভিযুক্ত শহীদুজ্জামান খান বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আদ্রিতা চৌধুরীর স্বাক্ষর ও সিল জাল করেন।অথচ ডাঃ আদ্রিতা চৌধুরী একবছর পূর্বেই বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলী হয়ো গেছেন।বিষয়টি সন্দেহ জনক হওয়ায় আসমা ইউনিয়নের প্রশাসক বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসানকে অবগত করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে দিয়ে ডাক্তারের স্বাক্ষর যাচাই-বাছাইয়ের পর অভিযুক্তের ছেলে আরিফ খানকে আটকের নির্দেশ দেন।পরবর্তীতে রাত আটটার দিকে স্থানীয় গণমাণ্যব্যক্তিবর্গের উপস্থিততে মুচলেকা দিয়ে মুক্তি পান অভিযুক্ত শহীদুজ্জামান খান।