জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ হয়নি। জামায়াত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে কাজ করছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সঠিক কর্মপদ্ধতির কারণে জামায়াতকে নিয়ে তৃনমূল ভোটারের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ নির্মাণে দলে দলে দেশপ্রেমিক জনতা জামায়াতের পতাকাতলে সমবেত হচ্ছে। এই গণজোয়ার দেখে জামায়াতকে নিয়ে নানামূখী ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামী আন্দোলনের কর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি গতকাল শনিবার, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) এলাকায় রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতকে নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদের মানবতাবাদী শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। আমাদের উপর সীমাহিন জুলুম-নিপীড়ন, খুন-গুম ও হামলা-মামলা চালিয়েও ফ্যাসিস্ট সরকার ক্ষান্ত হয়নি। শেষ পর্যন্ত দলকেও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু জামায়াত আল্লাহর উপর ভরসা রেখে নীতিতে অটল ছিলো। তাই ষড়যন্ত্রকারীদের শুধু লজ্জাজনক পতনই হয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। রাজনৈতিক দলগুলোকে এ থেকে শিক্ষা নিতে হবে। জামায়াতের সকল পর্যায়ের জনশক্তিকে ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কানাইঘাট ও জকিগঞ্জের সকল রুকন অংশ নেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা জামায়াত নেতা মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সহকারী সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা কমর উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, কানাইঘাট পৌর আমীর মাওলানা আব্দুল করিম, জকিগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা খলিল আহমদ, কানাইঘাট উপজেলা নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ ও মাওলানা শরীফ আহমদ, কানাইঘাট পৌর নায়েবে আমীর মাওলানা সাইফুল আলম ও মাওলানা বেলাল আহমদ, কানাইঘাট পৌর সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন, কানাইঘাট উপজেলা সেক্রেটারী হাফিজ তাজ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সেক্রেটারী সারওয়ার হোসাইন প্রমূখ।