পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড় জেলা শহরের আলো ছায়া সিনেমা হল মার্কেটের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৯) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাবেদ রহমান জয় পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা মৃত জহিরুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রদলের দুই গ্রুপ—নিহত জয়ের গ্রুপ এবং রাজনগর নতুনবস্তি এলাকার আল-আমিনের নেতৃত্বাধীন আরেক গ্রুপ -বুধবার দুপুর থেকেই কয়েক দফা সংঘর্ষে জড়ায়। রাতে জয় একাই শহরের আলোছায়া সিনেমা হল মার্কেটের সামনে গেলে প্রতিপক্ষের ৮-১০ জন সদস্য তাকে ঘিরে ফেলে।

এক পর্যায়ে আল-আমিন নামে এক যুবক ধারালো ছুরি দিয়ে জয়ের পেটে আঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় জয়কে স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তবে পথেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রেজওয়ানুল্লাহ জানান, নিহতের পেটের বাম পাশে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল এবং ভুড়ি বের হয়ে এসেছিল। আমরা অস্ত্রোপচারের মাধ্যমে তা ভেতরে ঢুকিয়ে সেলাই করি এবং তাকে রেফার্ড করি। এছাড়াও তার এক হাতের তালুতেও আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় পঞ্চগড় শহরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। শহরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।