লালমনিরহাটে কৃষকের পাট ক্ষেত্রে বিষাক্ত কীটনাশক নিক্ষেপ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কলাখাওয়া এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোজাম্মেল হক (৫৫) নামের এক দরিদ্র কৃষকের ১ একর জমির পাটক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই এলাকার স্থানীয় ৫ জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক। অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক মোজাম্মেল হক তার পৈতৃক জমিতে গত ২ বছর ধরে চাষাবাদ করে আসছেন। চলতি মৌসুমে তিনি ওই জমিতে তোষা জাতের পাট চাষ করেন। গত ৬ জুন বিকেলে জমি দেখে বাড়ি ফিরে যান তিনি। পরদিন সকালে জমিতে গিয়ে দেখেন, সমস্ত পাট গাছ ঝলসে পড়ে আছে। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, প্রতিপক্ষরা রাতের আঁধারে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত কীটনাশক ছিটিয়ে পাট গাছগুলো নষ্ট করে দিয়েছে। এতে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।