বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরে আবু তালেব নামের এক প্রবাসীর বসতঘর থেকে ১১০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে, পরে ৭ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে প্রবাসীর ভাই ঝিনুক মেম্বার। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার কালীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জিন্নাত আলী তালুকদার বাড়ির হাজী নজির আহমদ এর ছেলে প্রবাসী আবু তালেব এর বসতঘর থেকে স্বর্ণ চুরির এঘটনা ঘটেছে। পরে প্রবাসীর ভাই (৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জালাল উদ্দীন জিনুক) বাদী হয়ে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এই নিয়ে পুরো এলাকাজুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন লোক বলেন, প্রবাসী আবু তালেবের বসতঘর থেকে ১১০ ভরি স্বর্ণ এবং নগদ ১ লাখ টাকা চুরির ঘটনার খবর শুনেছি, বিষয়টি খুবই দুঃখজনক, বর্তমান বাজার মূল্য হিসেবে ১১০ ভরি স্বর্ণের মূল্য প্রায় ২ কোটির কাছাকাছি হয়। এতো টাকার স্বর্ণ বসতঘরে সংরক্ষণ করে রাখা উচিত হয়নি বলে মন্তব্য করেন তারা। প্রবাসী আবু তালেব ঘরে না থাকালেও পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে থাকাবস্থায় সংগঠিত দুর্র্দষ এই চুরির ঘটনাকে রহস্যজনক বলেও মন্তব্য করেছে স্থানীয়রা।

রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তপন কুমার বাকচী বলেন, স্বর্ণ চুরির বিষয়ে প্রবাসীর ভাই জালাল উদ্দীন ঝিনুক (মেম্বার) বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।