উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের চিকিৎসা খাতের বৈষম্য দূরীকরণে চীনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট নির্মিতব্য মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন করেছে পঞ্চগড় জেলাবাসী।

গত বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহসড়কে গণজমায়েত ও ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা। এসময় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের রাস্তার দুই পাশে শত শত যানবাহান আটককা পড়ে। গণজমায়েত ও মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড়ের বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী।

তারা বলেন পঞ্চগড় জেলাবাসীর দাবি, চীনের অর্থ্যায়নে ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পঞ্চগড়ে হলে অনেক গরীব অসহায় রোগীদের উপকারে আসবে। পঞ্চগড় জেলাবাসীর দাবি মানা না হলে সর্বস্তরের জনগনকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গণজমায়েত ও মানববন্ধনে বক্তারা।