ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে অবৈধ ভাবে বালি উত্তোলনের গর্তে পড়ে মুনতাহা (৪) নামে এক শিশুর মৃ’ত্যু হয়েছে।
ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গজালিয়া রাজঘাট এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার মোহাম্মদ সাগরের একমাত্র কন্যা।
জানা গেছে, প্রতিদিনের মতো খেলতে সকাল সাড়ে দশটায় বাড়ি থেকে বের হয় মুনতাহা। দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এক পর্যায়ে প্রতিবেশীরা দেখতে পান, হোছন মাঝির অবৈধ বালি উত্তোলনের গর্তে পানিতে ভাসছে মুনতাহার নিথর দেহ।
তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।