লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সংলগ্ন আলায়াপুরের একটি কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে ৫টি রাইফেল ও ১টি এলজি রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরে (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬টি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ৫টি রাইফেল ও ১টি এলজি ছিল।

স্থানীয়রা বলছেন, লক্ষ্মীপুরের পূর্বাঞ্চলখ্যাত চন্দ্রগঞ্জে অসংখ্য অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এসব অস্ত্র উদ্ধার করা জরুরি। অন্যথায়, নির্বাচনে অস্ত্রবাজরা সুষ্ঠু ভোটে বাধা হয়ে দাঁড়াবে।

এখানে অস্ত্র তৈরির কারখানাও রয়েছে। গত ১ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এখন সীমান্তবর্তী এলাকা থেকে ৬টি অস্ত্র উদ্ধার করে। প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, নির্বাচনের পূর্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় যেন নিয়ে আসে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, ‘চন্দ্রগঞ্জের সীমান্তবর্তী এলাকা বেগমগঞ্জের একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। ভোরবেলা চালানো অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলায়াপুরের কবরস্থান থেকে উদ্ধার ৬টি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন, সেটি জানা যায়নি। তবে পুলিশ কাজ করছে, এরসঙ্গে জড়িতদের খুঁজে বের করতে।’