নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সকালে হাজীগঞ্জে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জুলাই শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন, এন সিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, গণসংহতি আন্দোলনের ফারহানা মানিক মোনা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন শহীদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিকে জেলা প্রশাসন শিল্পকলা একাডেমির মিলনায়তনে এবং খেলাফত মজলিসে আয়োজনে প্রেসক্লাবের সামনে এবং শহীদ মিনারে ইসলামী আন্দোলন আলোচনা সভা আয়োজন করে। হাসিনা পালাবার এক বছর পূর্তিতে নারায়ণগঞ্জে এনসিপির আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করা হয়।

খুলনা ব্যুরো : জুলাই-শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গত মঙ্গলবার খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ি মোড়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই-শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি’র পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, কেসিসি’র প্রশাসক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জুলাই-শহীদদের জন্য বাদজোহর বা সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী খুলনা বিশ^বিদ্যালয় সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তা-সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে নগরভবনে সিটি কর্পোরেশনের আয়োজনে শিক্ষার্থীদের চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মো. ফিরোজ সরকার। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। গণঅভ্যুত্থান একটি গণআন্দোলনই নয়, এটি একটি পূনর্জাগরণ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ অর্জন ধরে রাখার আহবান জানান বিভাগীয় কমিশনার।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী মো: আনিচুজ্জামান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মো. আব্দুল মাজেদ মোল্যা, চীফ এ্যাসেসর শেখ হাফিজুর রহমান, সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদ ও আজিজুন নাহার বেলা, এ্যাসেসর নাজমুল হক মুকুল, নিরাপত্তা সুপার মো. আলমগীর হোসেনসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে নগরীর বসুপাড়া কবরস্থানে জুলাই শহিদ শেখ মো. সাকিব রায়হান-এর কবর জিয়ারত করেন।

কুমিল্লা অফিস : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই অভ্যুত্থান: গণতান্ত্রিক বিকাশে ছাত্র-জনতার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।

নোয়াখালী : নোয়াখালী জেলা প্রশাসকের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ পালন উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ এবং আহত ও সম্মুখসারির সম্মিলনে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নোয়াখালীতে শহীদ পরিবার ও আহত পরিবারদের সদস্যদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার সকাল জেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল, জেলা পরিষদের নির্বাহী প্রধান মো. হুমায়ুন রশিদ, জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ও শহর আমীর মাওলানা মো. ইউসুফগণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম ও মেহেদী হাসান সীমান্তসহ শহীদ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা তাদের ত্যাগের সঠিক মূল্যায়ন দাবি করেন। অনুষ্ঠান শেষে ২৫ জন শহীদ পরিবার ও ২২০ আহত পরিবারের সদস্যের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন’। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ সম্মেলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং তাঁদের স্বজনরা একত্রিত হন।

‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২৫’-এর অংশ হিসেবে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফিন।

গাজীপুরে জুলাই-আগ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে গাজীপুর প্রেসক্লাব ভবনে এ আয়োজন সম্পন্ন হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু। সাধারণ সম্পাদক শাহ্ সামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, গাজীপুর সিনিয়র সহ-সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

বিআরআরআই উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, প্রশাসন ও সাধারণ পরিচর্যা পরিচালক ড. মুন্নুজান খানম এবং মহাপরিচালকের সহধর্মিণী ফারজিয়া আহমেদ সিম্মি। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের আলী দেওয়ান।

মানিকগঞ্জ : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জে শহীদ রফিকুল ইমলামের স্ববরনে দোয়া ও কবরে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার ইউনিটসহ বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ।

মঙ্গলবার সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা গ্রামে শহীদ রফিকুল ইমলামের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন, শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

প্রথমেই জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মদ ইয়াসমিন খাতুন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ ফুলদিয়ে শ্রদ্ধা জানায়।

মাগুরা : শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী ও ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিজয় র্যালী বের হয়ে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

ঝিনাইদহ : ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠান ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনজুর মোরশেদ এবং সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান।

নোয়াখালী : গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নয় ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের শহীদ আবু রায়হানের কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী শহর।

শহীদ রায়হানের বাড়ী সংলগ্ন মোহাম্মদীয়া নুরানি মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নোয়ান্নয় ইউনিয়ন আমীর আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাবি রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষ্যে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিজয় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

মঙ্গলবার বিকেলে বিনোদপুর থেকে এই মিছিল শুরু হয়ে তালইমারিতে শেষ হয়। পরে সেখানে সমাবেশে রাবি শাখা শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, গতবছর এই দিনে আমাদের রাজশাহী মহানগর ছাত্রশিবিরকে দায়িত্ব দেয়া হয়েছিল মিছিলের সামনে থেকে ছাত্রজনতাকে রক্ষা করার জন্য। আমরা সেই দায়িত্ব পালন করেছি-তার সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের ভাই শহীদ আলী রায়হান। ছাত্রজনতার গায়ে গুলি লাগার আগে তার কপালেই গুলী লেগেছে। আমাদের আন্দোলনের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছেন শহীদ আলী রায়হান। শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “গতবছর শেখ হাসিনা চলে যাবার পরে, যে আবেগ অনুভূতি নিয়ে স্লোগান দিয়েছিলাম এবং রাস্তায় নেমেছিলাম, একবছর পরে এসে সেই অনুভূতি আমাদের মাঝে নাই। আমরা একটি বিপ্লবের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বছর যেতে না যেতেই সেটাকে গণ-অভ্যুত্থান বলা হচ্ছে। সেটাকে আমরা বিপ্লবে পরিণত করতে ব্যর্থ হয়েছি। যে সকল দালালদের কারণে বিপ্লব ব্যর্থ হয়েছে আমরা তাদের কখনোই ভুলে যাব না। ফ্যাসিস্ট আমলে আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, একবছর পেরিয়ে গেলেও তা এখনো সংশোধন করা হয়নি।” তিনি আরও বলেন, “আমরা জানতে চাই এক বছর পেরিয়ে গেলেও জুলাই অভ্যুত্থানের কোনো বিষয়কে কেন এখনো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি? শহীদ আলী রায়হান, মুগ্ধ, আবু সাঈদ ভাইসহ এসকল শহীদদের কাহিনীগুলোও এখনো পাঠ্যবইয়ে লিপিবদ্ধ করা হয়নি।”

সিলেট ব্যুরো: সিলেট প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অনেক আসামিকে এখনও গ্রেফতার করা হয়নি। এক বছরেও তাদেরকে গ্রেফতার না করা উদ্বেগের বিষয়।

ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা আরও বলেন, এই মামলার আসামি পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে গ্রেফতার না করলে তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রভাব পড়তে পারে। একইভাবে জুলাই আন্দোলনে সিলেট জেলায় শহীদ ব্যক্তিদের মামলার আসামিদের গ্রেফতারে গড়িমসি পরিলক্ষিত হচ্ছে। যা জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের পথে অন্তরায়।

বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতার করে মামলার বিচার কার্যক্রম ত্বরান্বিত করার দাবি জানান। এছাড়া বক্তারা সিলেটে প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদী শক্তির দোসরদের নানা চক্রান্ত ও জুলাইয়ের পক্ষের শক্তিকে উপেক্ষা করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানান।

কুড়িগ্রাম : শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া এবং আহতদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে কুড়িগ্রাম টাউন হলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান-সহ প্রশাসনের কর্মকর্তাগণ এবং জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ১নং যুগ্ম আহবায়ক সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, এনপিপির নেতা মোঃ মুকুল মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ।

গোমস্তাপুর

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে এক বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি রোহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক গুলি প্রদক্ষিণ করে রহনপুর রেলস্টেশন বাজার এক নম্বর রেলগেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে জুলাই পুনর্জাগরণ উদযাপন-২০২৫ উপলক্ষ্যে বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তারের সভাপতিত্বে সকালে জাতীয় সংগীত পরিবেশন, জুলাই শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা সহ আহতদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জুলাই পুনর্জাগরণ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।

সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাপাহার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের হয়।

বাগমারা (রাজশাহী) : রাজশাহীর বাগমারায় জামায়াতের উদ্যেগে ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বিজয় র‌্যালি করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর ভবানীগঞ্জ জুলাই গণঅভ্যুত্থানের ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে একটি আনন্দ মিছিল উপজেলার গোডাউন মোড় হতে বের হয়ে উপজেরা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোডাউন মোড়ে এক সভায় মিলিত হয়।

গণজাগরণে শান্তিগঞ্জে জামায়াতের বিশাল মিছিল

শান্তিগঞ্জ: ৩৬ জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বর্ণাঢ্য গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) শান্তিগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে উপজেলা আমীর হাফেজ আবু খালেদ-এর নেতৃত্বে রর্‌্যালি শুরু হয়। শান্তিগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে মিছিলটি এক বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও খ্যাতিমান আইনজীবী অ্যাডভোকেট ইয়াছিন খান।

তিনি বলেন, ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে তরুণদের বজ্রকণ্ঠ। সেই চেতনাতেই আমাদের সংগ্রাম চলছে। নৈতিক নেতৃত্ব ও ইসলামী রাজনীতিই সময়ের দাবি।

ঝিনাইগাতী (শেরপুর)

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলা শাখা আয়োজিত গণঅভ্যুত্থান উপলক্ষে পথ সভা ও গণ মিছিলের আয়োজন করা হয়। ঝিনাইগাতী উপজেলার ঐতিহাসিক আমতলায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামায়াতের মনোনীত শ্রীবরদী- ঝিনাইগাতীর সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান বাদল।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গোবিন্দগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে ও গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান ও উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের নেতৃত্বে এক বিশাল গণমিছিল গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ফেস্টুন, পোস্টার, দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে স্বত্বঃস্ফূর্ত ভাবে হাজার হাজার জনতা মিছিলে অংশ নেয়।

পার্বতীপুর (দিনাজপুর)

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গত ৫ আগস্ট পার্বতীপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বিকাল ৩ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি পার্বতীপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র‌্যালি ও সমাবেশে জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক, সুধীসহ হাজার হাজার জনতা স্বত:স্ফুর্ত অংশ গ্রহণ করেন। উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৫(পার্বতীপুর-ফুলবাড়ী) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্ম পরিষদ সদস্য মো: মঞ্জুরুল কাদের বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: আবু সায়েম শাহ, পৌর আমীর খন্দকার মো: আশরাফুল ইসলাম প্রমুখ।

কাজিপুর (সিরাজগঞ্জ)

ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করে।

কাজিপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে রর্‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রর্‌্যালিতে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান।

বুড়িচং, কুমিল্লা

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টায় বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা- মীরপুর এম এ গণি সড়কের বসুন্ধরা চত্বরে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ডক্টর মোঃ মোবারক হোসাইন।

শ্রীপুর (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী ও ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি বের হয়ে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

সিংড়া (নাটোর)

জুলাই গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তিতে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণ মিছিল আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সিংড়া বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে সমাবেশ হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, পৌর জামায়াতের আমীর

বুড়িচং (কুমিল্লা)

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিণ হয়েছে।

বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা- মীরপুর এম এ গণি সড়কের বসুন্ধরা চত্বরে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ডক্টর মোঃ মোবারক হোসাইন।

লক্ষ্মীপুর

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রথম শহীদ সাদ আল আফনানের কবরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এরপর পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ সুপার আকতার হোসেন।

পরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরমান হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা সকলেই সাদ আল আফনানের কবিরের পাশে কিছুক্ষণ নিরবে দাড়িঁয়ে থাকেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ২৪ এর চেতনায় উজ্জীবিত হয়ে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এজাতি কখনও তাদের ভুলবেনা। তিনি আরো বলেন, শহীদদের মর্যাদা ও শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে জেলা পুলিশ।

নান্দাইল (ময়মনসিংহ)

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই পুনর্জাগরণ উদযাপন ২০২৫’ উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সারমিনা সাত্তারের সভাপতিত্বে দিনের কর্মসূচি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থতা এবং দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে এক বর্ণাঢ্য বিজয় মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়জুর রহমান, ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা জামায়াতে ইসলামী আমীর কাজী শামসুদ্দিন, উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মাস্টার, নজরুল ইসলাম ফকির, মাসুম খান, আলমগীর হোসেন, কামরুজ্জামান খোকন, এইচ.এম এমাদুদল হক, গণঅধিকার পরিষদের নেতা মাহবুব আলম মাহবুব প্রমুখ।

চান্দিনা (কুমিল্লা)

৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ’২৪ এর গণঅভ্যুত্থানে নিহত কুমিল্লার চান্দিনার সন্তান ইমাম হাসান তায়িম ভূইয়া’র কবরে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।

গত মঙ্গলবার উপজেলার এতবারপুর ইউনিয়নের এতবাপুুর ভূইয়া বাড়িতে শহীদ তায়িম এর কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান।

জৈন্তাপুর সিলেট

জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে এক গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ৪ আগষ্ট সোমবার বিকালে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভে এসে এক পথসভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তরের সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন। মিছিল পরবর্তী পথসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, সেক্রেটারি মাওলানা রফিক আহমদ, সাবেক আমীর মাওলানা মামুনুর রশিদ, আখলাকুল আম্বিয়া, নাজমুল ইসলাম. জুলাই যোদ্ধা (আহত) হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জৈন্তাপুর উপজেলা সভাপতি মহসিন আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জৈন্তাপুর উপজেলা সভাপতি শামীম আহমদ, উলামা পরিষদের সভাপতি হাফিজ সামছুজ্জামান, পেশাজীবি পরিষদের সভাপতি আলতাফুর রহমান, যুব জামায়াতের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

ঈদগাঁও (কক্সবাজার)

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঈদগাঁওতে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা। বাজারের শাপলা চত্বর থেকে শুরু হওয়া গণ মিছিলটি প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে বাসস্টেশনে যায়। পরে বাস স্টেশনের গরুর বাজার এলাকা প্রদক্ষিণ শেষে ক্যান্ডল ৭১ রেস্টুরেন্ট প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল গণ মিছিলে এসে যোগ দেয়। উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম এর সঞ্চালনায় মিছিল পরবর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার- রামু ও ঈদগাঁও আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর। অন্য বক্তাদের মধ্যে ছিলেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জামায়াত নেতা লায়েক ইবনে ফাজেল।

চট্টগ্রাম মহানগর

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে শ্রমিকজনতার জুলাই মিছিল আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। চট্টগ্রামের আন্দরকিল্লা মোড় থেকে শুরু হয়ে টেরিবাজার, লালদীঘি, কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে মিছিল শেষ হয়। মিছিলোত্তর শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, সহ-সভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী , সহ-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, জামায়াতে ইসলামীর কোতোয়ালী থানার সেক্রেটারি মোশতাক আহমদ, শ্রমিক কল্যাণ মহানগরীর সাংগঠিক সম্পাদক হামিদুল ইসলাম।

শ্রীপুর (মাগুরা)

মাগুরায় ২০২৪ সালের ৪ আগস্ট নিহত শহীদ মেহেদী হাসান রাব্বি, শহীদ সোহান শহীদ ফরহাদসহ ১০ জন শহীদের স্মরণে শোক রর্‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা পৌরসভার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ঢাকা রোডস্থ শহীদ রাব্বি ও ফরহাদ গুলীবিদ্ধ হয়ে শহীদ হন সেখান থেকেই শোক রর্‌্যালির সূচনা হয়। রর্‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মেহেদী হাসান রাব্বির স্মৃতিস্তম্বে এসে শেষ হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, এডভোকেট মিথুন রায় চৌধুরী ও যুগ্ন আহবায়ক আহসান হাবীব কিশোরসহ। অনুষ্ঠানে যুবদল, কৃষক দল স্বেচ্ছাসেবক দলও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

ঝিনাইদহ

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল। মঙ্গলবার বিকেলে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়।

গণমিছিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর এবং ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুবকর বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষের একটি সাহসী জাগরণ। সেই ঐতিহাসিক চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করাই আমাদের রাজনৈতিক সংগ্রামের মূল লক্ষ্য।

গণমিছিলে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌরসভা মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এইচ এম মমতাজুল করিম,জেলা সেক্রেটারি শিহাব উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি হারুন উর রশিদ,ডাক্তার আকবার হোসাইন উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, ন্যায়বিচার ও জনস্বার্থকে রক্ষায় জামায়াত সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল।

ভোলা

ভোলা সদর উপজেলায় ‘জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বর্ণাঢ্য গণমিছিল ও দিনব্যাপী ‘৩৬ জুলাই কর্মসূচি’ পালন করা হয়েছে।

কাবিল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে শেষ হওয়া এই বর্ণাঢ্য মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বাংলা স্কুল মোড়, বরিশাল দালান, হাটখোলা জামে মসজিদ, ইলিশ চত্বর, নতুন বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাস্টার মোঃ জাকির হোসাইন। আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসেন, পৌর আমীর মাওলানা জামাল উদ্দিন, সদর উপজেলা নায়েবে আমীর আব্দুল বারী মালতি ও সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজারহাট (কুড়িগ্রাম)

রাজারহাটে জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিনর নেতৃতে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামাায়াত অফিসের সামনে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলী, ছাত্রশিবিরের সভাপতি সুজন মিয়া, সমাপনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন।