গাজীপুর সিটি কলেজ হল রুমে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় সুশাসনের জন্য নাগরিক সুজন, গাজীপুর জেলা কমিটির পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সভা। সভার সভাপতিত্ব করেন মোঃ কামরুজ্জামান মোল্যা এবং সঞ্চালনা করেন ইফতেখার শিশির। এতে উপস্থিত ছিলেন সুজন কেন্দ্রীয় সহ-সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান, জেলা নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনরা।
সভার আলোচনায় অংশগ্রহণকারীদের একমতানুযায়ী আগামী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি এবং ইফতেখার শিশির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন নেতৃত্বের সঙ্গে কমিটি জেলা পর্যায়ে সুশাসন, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে।
সভায় অংশগ্রহণকারীরা প্রত্যাশা প্রকাশ করেন, নতুন কমিটি স্থানীয় মানুষ ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় রেখে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং গাজীপুরে সুশাসনের নতুন অধ্যায় সূচিত করবে।